📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মোমো খেতে ভালবাসেন ? শীত হোক বা গ্রীষ্ম, মোমো বা ডিমসাম এখন বেশিরভাগেরই বড় প্রিয় । পাড়ায় পাড়ায় মোমোর কাউন্টার তো আছেই, প্রতিদিনই গজিয়ে উঠছে মোমোর নতুন-নতুন ব্র্যান্ড। কিন্তু কোনও দিন ভেবেছেন কি, মোমোর ভিতরে পুরে কীসের মাংস রয়েছে ? চিকেন, সয়াবিন, মটন ভেবে যা আপনি নিশ্চিন্তে খেয়ে চলেছেন, তা অন্যকিছু নয়ত ? ভয় ধবাবে মোহালির একটি ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে পাঞ্জাবের স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল, মোহালির মাতাউরে একটি মোমো তৈরির ফ্যাক্টরি-কিচেনে অভিযান চালায়। কারখানার কাছে আগে থেকে খবর না থাকায়, সব সত্যি সামনে বেরিয়ে আসে। প্রতিনিধিরা দেখেন, কারখানার একটি ফ্রিজে কুকুরের কাটা মাথা । এখানেই শেষ নয়, পান গাদা খানেক পচা মুরগির মাংসও। তবে, প্রতিনিধরা যে পশুর মাথা পেয়েছেন, তা কুকুরই কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পর, চণ্ডীগড়, পঞ্চকুলা, মোহালিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ এই কারখানা থেকেই এই তিন শহরে মোমো এবং স্প্রিং রোল সরবরাহ করা হত।
মোহালিতে মোমো-কারখানায় কয়েকটি পাত্রে স্টোর করা মাংস পেয়েছে তদন্তকারী দল। এই কারখানায় মোমো ছাড়াও স্প্রিং রোল তৈরি করা হত। মনে করা হচ্ছে ফ্রিজে রাখা পশুর মাথাটি কুকুরের। কিন্তু কুকুরের দেহটি পাওয়া যায়নি। হতে পারে তা আগেই কিমা করে মোমোর পুর বানানো হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, কুকুরের মাংস মোমোয় মিশিয়ে মানুষকে খাওয়ানো হয়েছিল কিনা।