নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার IPL-এর ম্যাচে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে ওই ম্যাচ। তার জেরে অতিরিক্ত দুটি মেট্রো চলবে। ম্যাচ শেষের পর ওই ট্রেনদুটি ছাড়বে। এবং একটি পৌঁছবে দক্ষিণেশ্বর এবং অন্যটি যাবে কবি সুভাষ।
কটায় চালু মেট্রো
মেট্রোর তরফে জানানো হয়েছে ২৩ তারিখ ম্যাচ শেষের পর রাত ১২টা ১৫ মিনিটে ট্রেনদুটি ছাড়বে। এবং সেগুলি দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশনে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিটে। বিশেষ ওই ট্রেনটি সব স্টেশনেই দাঁড়াবে। কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রী সুবিধার্থে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন রাত ১২টা ১৫ পর্যন্ত সমস্ত টিকিট কাউন্টার খোলা রাখা হবে।