শনিবার রাত থেকে শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, কবে স্বাভাবিক পরিষেবা?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিয়ালদহ থেকে দমদম জংশন পর্যন্ত অংশে ৩ ও ২৭ নম্বর ব্রিজে গার্ডার বদলের কাজের জন্যে আজ, শনিবার রাত ১০টা ১৫ থেকে শুরু করে রবিবার সকাল ৮টা ১৫ পর্যন্ত দশ ঘণ্টা পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এই কারণে আজ, শনিবার রাতে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় আপ ও ডাউন মিলিয়ে ৩৬টি এবং রবিবার সকালে আপ ও ডাউন মিলিয়ে ৩৮টি, অর্থাৎ মোট ৭৪টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এ ছাড়াও এই দশ ঘণ্টায় আপ ও ডাউন মিলিয়ে ডিভিশনের মোট ন’টি লোকাল গন্তব্যের আগেই যাত্রা শেষ করবে (শর্ট টার্মিনেশন) বলে জানিয়েছে পূর্ব রেল।

error: Content is protected !!