নিজস্ব সংবাদদাতা, Todays Story: তৃণমূলকে লোক টানতে গেলে এখন নাচতে হচ্ছে। সামান্য কয়েকদিন বিরামের পর, ফের নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। রবিবার নববর্ষের দিন চালসায় জনসংযোগে পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানে সদরঘাটে গিয়ে দিলীপ ঘোষের অভিযোগ, তৃণমূলের লোক জোগার করতে মুখ্যমন্ত্রীকেও নাচতে হচ্ছে।সম্প্রতি তৃণমূল নেত্রীর বিরুদ্ধে মুখ খুলে কমিশনের ভর্ৎসনার মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপিও তাঁকে মমতা সম্পর্কে মুখ খুলতে নিষেধ করেছিল। তারপরেও বারে বারে দেখা গিয়েছে, ভোট প্রচারে বেরিয়ে তিনি তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেছেন।রবিবার জলপাইগুড়ির চালসায় গিয়ে নবর্বষ পালনের অনুষ্ঠান করেন তৃণমূল নেত্রী। এদিন দিলীপ ঘোষের অভিযোগ, ওদের লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচছেন, ওখানকার প্রার্থীও নাচছেন। রাস্তার ধারে নেচে লোক জড়ো করছেন। আমরা যেখানে যাচ্ছি এমনিতেই লোক জড়ো হয়ে যাচ্ছে।
লোক টানতে মুখ্যমন্ত্রীকেও নাচতে হচ্ছে, দিলীপের মন্তব্যে ফের বিতর্ক
