📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:‘বাংলার মাটি এত উদ্যোগপতি দিয়েছে। আগে কত লোক আয়ের জন্য বাংলায় আসত। কিন্তু এখন দিদি পরিস্থিতি বদলে দিয়েছে। এখানকার মানুষ এখন বাংলার বাইরে চাকরির জন্য যেত বাধ্য হচ্ছেন।’ শাসকদলকে কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
লোক আগে রোজগারের আশায় বাংলায় আসত, কিন্তু দিদি পরিস্থিতি উল্টে দিয়েছে:মোদী
