লোকসভা ভেঙে দিয়ে নতুন করে ভোট হোক, SIR হোক: অভিষেক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেন্দ্রকে তোপ লোকসভায় তৃণমূলের দলনেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচন এই ভোটার তালিকার উপরেই হয়েছে। তাহলে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। SIR হলে গোটা দেশে হবে। বাছাই করা রাজ্যে কেন হচ্ছে SIR?’