📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেন্দ্রকে তোপ লোকসভায় তৃণমূলের দলনেতা ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচন এই ভোটার তালিকার উপরেই হয়েছে। তাহলে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক। SIR হলে গোটা দেশে হবে। বাছাই করা রাজ্যে কেন হচ্ছে SIR?’
লোকসভা ভেঙে দিয়ে নতুন করে ভোট হোক, SIR হোক: অভিষেক
