লোকসভা নির্বাচনে BJP-র হয়ে প্রচার মিঠুন চক্রবর্তীর, রোড-শো করলেন জলপাইগুড়িতে


নিজস্ব সংবাদদাতা, Todays Story: পয়লা বৈশাখ থেকেই রাজ্যে নির্বাচনী প্রচার শুরু করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গেরুয়া শিবিরের প্রার্থী জয়ন্ত রায়ের সমর্থনে রোড শো করেন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্র থেকে লড়ছেন জয়ন্ত রায়।BJP-র তরফে আগেই জানানো হয়েছিল রাজ্যে নির্বাচনী প্রচার করবেন মিঠুন চক্রবর্তী। সেইমতো রবিবার দুপুরেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। উত্তরবঙ্গে পৌঁছেই তিনি রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দেন। বলেন, রাজ্যে পরিবর্তন দরকার।রবিবার রোড শো করলেও সেভাবে ভাষণ দেননি মহানায়ক। যদিও তাঁকে দেখার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতো। BJP সূত্রে জানা গিয়েছে, অন্য লোকসভা কেন্দ্রের জন্যও নির্বাচনী প্রচারে রাজ্যে আসতে পারেন মিঠুন।

error: Content is protected !!