নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফি বছর বর্ষা আসলেই বুক কাঁপত ঘাটালের। শিলাবতীর জল ছাপিয়ে যেত গ্রামের পর গ্রামকে। ২০১৭ সালের ঘটনায় তাঁকে নাড়া দিয়েছিল ভীষণ ভাবে। দীর্ঘ সময়ের পর ওই বছর ঘাটাল উঠেছিল সংসদে। সৌজন্যে তৃণমূল সাংসদ দীপক অধিকারী। বলা যেতে ঘাটালের মানুষের জন্য মাস্টারপ্ল্যানের টাকা আনতে সেই শুরু হয়েছিল দেবের লড়াই।মাস খানেক আগের কথা। হঠাৎ তৃণমূলের অন্দরে গুঞ্জন, আর ভোটে দাঁড়াতে চান না সাংসদ অভিনেতা। কিন্তু কেন ? খোলসা হল কয়েকদিনের মধ্যে। ঘাটালের মাস্টারপ্ল্যানের কাজ করতে হবে রাজ্যকে। দেবের এই শর্ত মঞ্জুর হল। এবার পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্রে তিনি দাঁড়িয়ে হ্যাটট্রিকের সামনে। প্রতিপক্ষ বিজেপির হিরণ আর সিপিআইয়ের তপন গঙ্গোপাধ্যায়।