লোকসভায় পেশ করা হলো VB-G RAM G বিল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার লোকসভায় পেশ করা হলো ভিবি-জি রাম জি বিল। এই বিলের মাধ্যমে একশো দিনের কাজের প্রকল্প মনরেগা বা MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)-এর নাম পরিবর্তন করে Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) বা VB-G RAM-G করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। লোকসভায় এই বিলের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।