
📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৮৭ নং ওয়ার্ডে লেক রোডে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান কাউন্সিলর মনীষা বসু, ওয়ার্ড প্রেসিডেন্ট দেবাশিস বসু। আতঙ্কে জড়ো হন স্থানীয় বাসিন্দারাও। সেই সঙ্গে ছুটে যায় টালিগঞ্জ থানার পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে। ৩টি অগ্নিনির্বাপক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিধায়ক দেবাশীষ কুমার, মেয়র পারিষদ বৈশ্বানর চট্টপাধ্যায়ও ঘটনাস্থলে পৌঁছেছেন। কেউ আহত হয়নি বলেই খবর। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির উচিত তাদের কর্মীদের মৌলিক অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া বলে মত বিশেষজ্ঞদের।
