লাউদোহায় বিজেপির SIR ক্যাম্পে আগুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লাউদোহায় বিজেপির SIR ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। SIR ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে এর বিরোধিতা করছে তৃণমূল। সেই আবহেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিজেপির দাবি, বিগত তিন দিন ধরে লাউদোহায় তাদের SIR ক্যাম্প চলছিল। ক্যাম্প বন্ধের হুমকি আগেই দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ফরিদপুর থানায় পুলিশি সুরক্ষার আবেদন জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শেষ পর্যন্ত বছরের শেষ সকালে ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়।

ঘটনার পর ফরিদপুর থানায় FIR দায়ের হয়েছে। CCTV ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপির। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূলের জেলা সভাপতি ও বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তীর ইঙ্গিতেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জিতেন্দ্র তিওয়ারি। এখন পুলিশের পদক্ষেপের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।