লখনউতে অবতরণের সময় বিমানে ধোঁয়া ও আগুন! পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন ২৫০ হজযাত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  ২৫০ জন হাজযাত্রী নিয়ে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দেখা দিল প্রযুক্তিগত ত্রুটি। ল্যান্ডিংয়ের পরই বিমানের বাঁ দিকের চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দেখা যায় স্ফুলিঙ্গও। পাইলটের তৎপরতায় নিরাপদভাবে ২৫০ জনকে নামানো হয় লখনউয়ে।

ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এসভি ৩১১২ শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে জেদ্দা থেকে রওনা দেয়। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেটি নামে লখনউয়ের চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের আধিকারিকরা জানান, অবতরণের ঠিক পরপরই বিমানের বাঁ দিকের চাকায় ধোঁয়া এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিপদের সংকেত পাঠান কন্ট্রোল রুমে। কোনও ঝুঁকি না নিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আনা হয় ট্যাক্সিওয়েতে।