লক্ষ্মীবারেও স্বস্তি নেই ! চড়চড়িয়ে বাড়ল সোনা-রুপোর দাম

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোনার দামে ওঠা-নামা লেগেই রয়েছে । তবে, গত কয়েকদিন ধরে সোনার দর ঊর্ধ্বমুখী । বৃহস্পতিবারও একই ছবি । গহনা সোনা ও পাকা সোনা, দুইয়েরই দর বেড়েছে । সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ।

বৃহস্পতিবার গুড রিটার্নসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ৭০০ টাকা । নয়া দাম হয়েছে ৬৭ হাজার ৮৫০ টাকা । ৭৭০ টাকা দাম বেড়েছে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার । এদিন কলকাতা এই পরিমাণ সোনার দর ৭৪ হাজার ২০ টাকা ।

সোনার পাশাপাশি রুপোর দরও ঊর্ধ্বমুখী । এদিন, এক কেজি রুপোর বাটের দাম প্রায় দেড় হাজার টাকা বেড়েছে । কলকাতায় ওই পরিমাণ রুপোর নতুন দর হয়েছে ৮৯ হাজার ১০০ টাকা ।