নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রথম দফার ভোটগ্রহণ পর্ব এখনও শুরু হয়নি। তার আগেই দ্বিতীয় জফার জন্য নির্বাচনী প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি শিলিগুড়ি শহরের দার্জিলিংয়ের প্রার্থী গোপাল লামার সমর্থনে রোড শো করেন তিনি। দুপুর ২টো ৩০ নাগাদ শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে ওই রোড শো শুরু হয়ে শেষ হয় বাঘাযতীনে।রোড শো শেষ করে নির্বাচনী সভাও করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখান থেকে তিনি দাবি করেন দেশে বিজেপি ২০০ টিরও বেশি আসন পাবে না। পাশাপাশি দার্জিলিংয়ের সংস্কৃতি নিয়েও নিজের মত প্রকাশ করে BJP-কে কটাক্ষ করেন তিনি।এদিকে শিলিগুড়ি শহরে হালকা বৃষ্টি হলেও সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, আগামীদিনে বিজেপি থাকলে দেশ বিক্রি করে দেবে। তিনি বিজেপিকে সরানোর ডাক দেন। এবং বলেন বিজেপি ক্ষমতায় এলে সব ক্ষমতা খর্ব করবে।