📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: যাদবপুর লোকসভার অন্তর্গত বাড়ুইপুর বিধানসভার চম্পাহাটি রেল স্টেশনের নিকট আজ রাষ্ট্রবাদী নাগরিক মঞ্চের ডাকে আয়োজিত হল “দেশের জন্য রক্তদান” শীর্ষক এক মহৎ রক্তদান শিবির।
এই মানবিক উদ্যোগে অংশ নিয়ে গর্বিত বোধ করছেন বহু সাধারণ নাগরিক। রক্তদান করেছেন প্রায় ৫২৪ জন রক্তদাতা, যা গ্রীষ্মকালে রক্তের সংকটের সময় এক বিশেষ দৃষ্টান্ত। এই উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, সমাজসেবী বসন্ত শেঠিয়া এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তি। মূল উদ্যোক্তা অরুণাভ মজুমদার বলেন, “এই গ্রীষ্মের সময়টাতে রক্তের সংকট চরমে পৌঁছায়। মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোই আমাদের এই প্রয়াসের মূল উদ্দেশ্য।”

রক্তদান শিবির ঘিরে এলাকায় এক আনন্দঘন ও মানবিক পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষ ও যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ রক্তদানের প্রতি মানুষের দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করল। এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে এবং ভবিষ্যতেও এমন আরও কর্মসূচি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আয়োজকরা।