নিজস্ব সংবাদদাতা, Todays Story: রামনবমী উপলক্ষে `বালক রাম` নবসাজে সজ্জিত হবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট চৈত্র নবরাত্রির সূচনালগ্নে জানিয়েছে, এই পবিত্র মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ পোশাকে সাজানো হবে রামলালাকে। অযোধ্যা রামমন্দির উদ্বোধন এবং রামচন্দ্রের প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম ধুমধাম করে রামচন্দ্রের জন্মোৎসব পালিত হতে চলেছে। ওইদিন এবং আগে-পরে লাখো লাখো ভক্ত মন্দির প্রাঙ্গণে আসবেন দর্শন করতে। তাই বাড়ির বালকের মতোই রামকে নবসাজে সজ্জিত করার কাজ প্রায় সাঙ্গ।ট্রাস্ট তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, শ্রীরামলালা সরকার অত্যন্ত বিশেষ ধরনের পোশাক পরবেন রামনবমীতে। প্রাণপ্রতিষ্ঠার পর এই প্রথম প্রভুর পোশাকে পরিবর্তন আনা হয়েছে। ময়ূর এবং অন্যান্য বৈষ্ণব প্রতীক রেশম ও জরির কাজে তুলে ধরা হয়েছে। নবরাত্রির সূচনা থেকে ১৭ এপ্রিল, রামনবমী পর্যন্ত রামলালা এই বিশেষভাবে প্রস্তুত পোশাক পরবেন।
রামনবমী উপলক্ষে সোনার সুতোর কাজ করা খাদির পোশাকে বৈষ্ণব সাজে বালক রাম
