রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি, তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রামনবমীর এখনও এক সপ্তাহ বাকি। তার আগে চড়তে শুরু করেছে রাজনৈতিক চাপানউতোর। কেউ বলছেন, বাধা পেলে প্রতিরোধ এমনকী প্রতিশোধ হবে। কেউ বলছেন আস্ত্র মিছিলের কথা। বিজেপির রাজ্য সভাপতির দাবি, বাংলায় হিনদুদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবার তৃণমূলের বিধায়ক সওকত মোল্লা বলছেন, বিজেপি পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে। কুণাল ঘোষ বলছেন, ধর্মকে পলিটিক্যাল ইভেন্টে পরিনত করতে গেলে পুলিশ বাধা দিতেই পারে। সবমিলিয়ে সুর সপ্তমে।

error: Content is protected !!