📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রামনবমীর আগে ফের গেরুয়া পতাকায় ছেয়ে গেল শহর। পতাকায় শ্রীরামচন্দ্রের ছবি, সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান। রেড রোড, বিধানসভার বাইরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে লাগানো হল পতাকা। রাজভবন ও আকাশবাণী ভবনের সামনেও লাগানো হল পতাকা। মেয়ো রোড, ব্রিগেড ময়দানের সামনের এলাকা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের রাস্তা, সর্বত্র লাগানো হয়েছে এরকম গেরুয়া পতাকা। রাজভবন ও আকাশবাণী ভবনের সামনেও লাগানো হয়েছে গেরুয়া পতাকা। কে বা কাদের তরফে লাইন দিয়ে এই পতাকা লাগানো হয়েছে, তা জানা যায়নি। সব মিলিয়ে, রামনবমীর দুদিন আগে থাকতেই কলকাতার রাজপথ যেন রাম-ময়!
রামনবমীর আগে ফের গেরুয়া পতাকায় ছেয়ে গেল শহর, শ্রীরামচন্দ্রের ছবি, সঙ্গে ‘জয় শ্রীরাম’ স্লোগান
