রামনবমীতে অশান্তি এড়াতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। একাধিক কর্মসূচি রয়েছে BJP এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির। কলকাতায় ৬০টি মিছিলের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের মতো সংগঠনগুলোরও মিছিল রয়েছে। পথে নামছে তৃণমূলও। মিছিলে কোনও রকম অশান্তি রুখতে বদ্ধপরিকর পুলিশ। কেবলমাত্র কলকাতাতেই প্রায় ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ দায়িত্বে থাকছেন উচ্চপদস্থ আধিকারিকেরা। রাজ্য জুড়ে ২৯ জন IPS অফিসারকে রামনবমী উপলক্ষে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

error: Content is protected !!