রানীনগর পুলিশের বড় সাফল্য: বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপসহ গ্রেফতার ১

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে ফের বড়সড় সাফল্য পেল রানীনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শেখপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা।
মোট ১০৩২ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনার
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন মারফত খবর আসে যে শেখপাড়া পেট্রোল পাম্পের সামনে দিয়ে নিষিদ্ধ মাদক পাচারের পরিকল্পনা করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে রানীনগর থানার একটি বিশেষ টিম সেখানে ওত পেতে থাকে। সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণ এই সিরাপ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই বিপুল পরিমাণ কাশির সিরাপ সীমান্ত এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই চক্রের সাথে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।