📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা থেকে শিমলা যাচ্ছিলেন অভিনেত্রী তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিথি বসু। উঠেছিলেন নেতাজি এক্সপ্রেসে। কথা ছিল কালকায় নামবেন তিনি। কিন্তু তার আগেই হঠাৎ করেই ভাইরাল তিথি। ছড়িয়ে পড়ল তাঁর ছবি, সঙ্গে একগুচ্ছ অভিযোগ। অভিযোগ এসেছে সহযাত্রীদের তরফেই। চুপ করে রইলেন না তিথিও। পাল্টা কী বললেন তিনি?
অভিযোগকারী বলেন, “আমি এই মুহূর্তে নেতাজি এক্সপ্রেস করে কালকা যাচ্ছি। কামরায় শিশু থেকে বৃদ্ধ, নানা বয়সের মানুষ আছে। আমাদের সঙ্গেই কম বয়সীদের একটি গ্রুপও যাচ্ছে। তাদের মধ্যে দুইজন ব্লগার। কিন্তু ওরা এটাই বুঝতে চাইল না পাব্লিক প্লেসে ওদের যেমন উপভোগ করার অধিকার আছে, বাকিদেরও রয়েছে। কিন্তু গোটা যাত্রা জুড়ে হাহা-হিহি, জোরে জইরে মিউজিক–এ কেমন ধরনের ব্যবহার? অনেকবার বন্ধ করার অনুরোধ সত্ত্বেও তাদের চিৎকার আর জোরে গান চালানো বন্ধ হয়নি। এক পর্যায়ে খারাপ ভাষা ব্যবহার করতে শুরু করে ওরা। জানি না কীভাবে গোটা বিষয়টা ব্যক্ত করব”। এর পরেই তিথির এক ছবি শেয়ার করে সেই ব্যক্তি আরও দাবি করেন, সেই গ্রুপের মধ্যে তিথিই সবচেয়ে বেশি খারাপ ভাষা প্রয়োগ করেছে।