রাতের কলকাতায় দুর্ঘটনার কবলে সাত বছরের শিশু


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কসবা শীতলামন্দিরের কাছে পথদুর্ঘটনায় আহত দুই। এক বাইক চালক ও সাত বছরের শিশু আহত হয়। রবিবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, পরিবারের সঙ্গে এক শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়েছিল ওই শিশু। খাওয়া-দাওয়ার পর শিশুটি পরিবারের সঙ্গে যখন বাইরে অপেক্ষা করছিল, সেই সময় একটি বাইক প্রথমে রাস্তার ধারে থাকা ব্যারিকেডে ধাক্কা মারে। এর পরই সোজা ফুটপাথে উঠে যায়, ধাক্কা মারে শিশুটিকে।সেই দুর্ঘটনার ভয়াবহতা এতটাই, ৫০ মিটার দূরে বাইকটি ছিটকে পড়ে। ছিটকে পড়ে ওই শিশুটিও। ঘাড়ে চোট পায় সে। বাইক চালক ছিটকে একটি জেনারেটারের গাড়ির পাশে পড়ে। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বেপরোয়া গাড়ির দাপাদাপি শহরে নতুন নয়। প্রায় প্রতিদিনই এই ধরনের পথদুর্ঘটনার খবর সামনে আসে। এলাকার লোকজনের অভিযোগ, প্রতিদিনই বেপরোয়া গাড়ির দাপাদাপি চলে। পুলিশ সক্রিয় না হওয়ার কারণে এই ধরনের ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের।প্রত্যক্ষদর্শীদের দাবি, বাচ্চাটি সবে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে বাইকটি এসে ধাক্কা মারে। ঘটনার পর রাস্তায় ছিটকে পড়ে সে। ঘটনার পর দেখা গিয়েছে, রাস্তার ধারে রাখা বাঁশে রক্তের ছিটে, পড়ে রয়েছে বাচ্চার জুতোও।

error: Content is protected !!