রাজ – শুভশ্রীর রোম্যান্সে মজে নেটিজেনরা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  তিনি এখন টলিউডের ‘লেডি সুপারস্টার’। একের পর এক হিট ছবি, হাতে ব্যস্ত শ্যুটিং শিডিউল, দুই সন্তানকে নিয়ে সংসার—সব সামলে দিব্যি হাসিখুশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘গৃহপ্রবেশ’, আর সামনে আসছে বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’। এর মাঝেই স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে রোম্যান্টিক একটি ভিডিও শেয়ার করে মন জয় করলেন অনুরাগীদের। ভিডিওতে দেখা গেল, শুভশ্রীর খোলা পিঠে হঠাৎ চুমু এঁকে দিচ্ছেন রাজ। মুহূর্তেই ভাইরাল সেই দৃশ্য। শহরজুড়ে প্রেমের হাওয়া বইছে যেন। নেটিজেনরা বলছেন, “এই জুটির প্রেমেই আলাদা জাদু আছে!” রাজ-শুভশ্রীর এই রোম্যান্টিক রিল এখন টক অফ দ্য টাউন।