📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শাসক দলের যেভাবে অনিয়ম, অত্যাচার ও দুর্নীতির ঘটনা প্রকাশ পাচ্ছে, এই সমস্ত ঘটনার স্বতঃপ্রনোদিত তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়া এবং রাজ্যের চাকরিহারা প্রায় ২৬০০০শিক্ষকদের মধ্যে যারা যোগ্য তাদের চাকরিতে পুনঃবহাল করার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মত মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করার আর্জি জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে এক প্রতিনিধি শুক্রবার মহামান্য রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। মহামান্য রাজ্যপাল এই বিষয়গুলোয় উদ্বিগ্ন প্রকাশ করে এই দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন নিয়েও দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন বলে কথা দিয়েছেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পাপাই ঘোষ, দেবজ্যোতি দাস, রাজ্য ছাত্র পরিষদের সহ সভাপতি রেজাউল হক মোল্লা, জয় মল্লিক ও সৌরিত চ্যাটার্জী। রাজভবন অভিমানের পর শনিবার হাজরা মোড়ে এক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফে। দুপুর আড়াইটে নাগাদ।
রাজ ভবন অভিযানের পর হাজরা মোড়ে আজ প্রতিবাদ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের

