নিজস্ব সংবাদদাতা, Todays Story: দেশজুড়ে উৎসবের আমেজ । এক মাস রোজা পালনের পর আজ খুশির ইদ । দেশের বিভিন্ন প্রান্তে চলছে উদযাপন । সকালে প্রথমে নমাজ পাঠ, তারপর নতুন জামা পরে একে অপরের বাড়ি গিয়ে ইদ শুভেচ্ছা জানানো, সেইসঙ্গে দেদার খানাপিনায় আজকের দিনটা পালন করবেন মুসলিম ধর্মাবলম্বী মানুষরা । গোটা দেশের পাশাপশি বাংলাতেও চলছে ইদ উদযাপন । মুর্শিবাবাদ, পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান… জেলায় জেলায় আজ উৎসবের আমেজ ।পশ্চিম বর্ধমান জেলার পানাগড় দান বাবার মেলা প্রাঙ্গনে আজ থিকথিকে ভিড় । এদিন সকালে সেখানে ইদের নমাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা । উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল ও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য । কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেখানে পালিত হয় ইদ ।একই ছবি মুর্শিদাবাদেও । জেলার মসজিদে মসজিদে নমাজ পাঠ, তারপর কোলাকুলির মধ্যে দিয়ে হল ইদের শুভেচ্ছা বিনিময় । তারপর ধর্মীয় রীতি মেনে শুরু হয় আজান। অন্যদিকে, প্রত্যেকবারের মতোই রেড রোডে পালিত হল নমাজের অনুষ্ঠান । সেখানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ।