📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অন্ধ্রের প্রশাসন মনে করছে, এখন থেকে আবার নিয়মিত হাত ধোয়া, কাশি এবং হাঁচির সময় মুখ-নাক ঢেকে রাখা এবং বারবার মুখে হাত না-দেওয়া ইত্যাদি অভ্যেসগুলো ফিরিয়ে আনতে হবে।
সিঙ্গাপুর ও হংকং এর সঙ্গে এ দেশেও চুপিসারে বাড়ছে করোনা আক্রান্ত এর সংখ্যা। প্রথম করোনা ঢেউয়ের মতোই এবারেও কোভিডে বেশি আক্রান্ত কেরল, মহারাষ্ট্র। প্রতিদিন নতুন নতুন আক্রান্তের হদিশ মিলছে। পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্যের স্বাস্থ্য দফতর। এরই মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ নিয়ে চিন্তার ছবি। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বুধবার নতুন করে মহারাষ্ট্রে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ২৬ জন।

