রাজ্যে জারি কমলা সতর্কতা, শনিবার ইডেনের ম্যাচ ভেস্তে গেলে কী করবে কেকেআর ?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আর একটা ম্যাচ। জিতলেই নিশ্চিত প্লে-অফ। কিন্তু শনিবার ইডেনের ম্যাচে বৃষ্টি কাঁটা হবে না তো ? এই প্রশ্নতেও এখন বুক কাঁপছে কলকাতার। আলিপুরের স্বাভাবিক পূর্বাভাসে দাবি করা হয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা। সেই দুর্যোগের মধ্যেই মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামতে হবে কেকেআরকে।

যদি বৃষ্টি হয় এবং ম্যাচ ভেস্তে যায়, তা-হলে কী ভাবে প্লে-অফ খেলবে কেকেআর ? অঙ্ক বলছে, আর একটা ম্যাচ জিতলেই শেষ চারে উঠে যাবেন নাইটরা। রাজস্থানের সঙ্গে তাদের পয়েন্ট এখন ১৬। কিন্তু কলকাতা এগিয়ে নেট রানরেটে। ফলে এই ম্যাচ থেকে যদি কলকাতা এক পয়েন্টও পায়, তাহলেও তারা নকআউটে ওঠার যোগ্যতা পাবে। কারণ, তাদের পয়েন্ট হবে ১৭।