রাজ্যে এবার সেমিকন্ডাক্টর কারখানা! আমেরিকার কনসাল জেনারেলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী মমতার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার কলকাতায় নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজ়ের সঙ্গে বৈঠক করে বাংলায় সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা ইতিমধ্যেই তাদের (সংশ্লিষ্ট মার্কিন সংস্থা) জায়গা দিয়েছি। তারা সল্টলেকের সেক্টর ফাইভের ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া’ (এসটিপিআই) আইটি পার্কে প্রায় ১৩ হাজার বর্গফুটের একটি জায়গা পেয়েছে।’’প্রসঙ্গত, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকে এ রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণের বিষয়টি নিয়ে চূড়ান্ত পর্যায়ের আলোচনা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেমিকন্ডাক্টর কারখানা তৈরির অন্যতম মূল সংস্থা গ্লোবাল ফাউন্ড্রিজ় নকশা, পরীক্ষা ইত্যাদি সংক্রান্ত একটি ‘ফ্যাব-লেস’ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিয়েছে। পরবর্তীতে তারা সেই কাজের পরিধি আরও বাড়াতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।প্রাথমিক ভাবে ১৩ হাজার বর্গফুট জায়গা দেওয়া হলেও সংশ্লিষ্ট সংস্থার অনুরোধের ভিত্তিতে ওই প্রাঙ্গণেও আরও ১৯ হাজার বর্গফুট জায়গা প্রস্তুত করা হচ্ছে। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির যুগ্ম প্রশিক্ষণের প্রস্তুতিও চলছে বলে মুখ্যমন্ত্রীর বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে তিনি বলেছেন, ‘‘পশ্চিমবঙ্গে একটি শক্তিশালী সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম এবং প্রযুক্তিগত অগ্রগতির চেতনা নির্মাণে এই প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমাদের রাজ্যের জন্য আরও অনেক অর্থনৈতিক সুযোগ উন্মুক্ত করবে। পশ্চিমবঙ্গের যুবকদের জন্য অর্থপূর্ণ কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে বিশেষ কার্যকরী হবে।’’

error: Content is protected !!