রাজ্যে আরও পাঁচ স্পেশাল রোল অবজার্ভার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুব্রত গুপ্তের পর আর পাঁচ জন স্পেশাল রোল অবজার্ভারকে বাংলার জন্য নিয়োগ করল নির্বাচন কমিশন। পাঁচ ডিভিশনের জন্য পাঁচ জন অবজার্ভার। আরও নির্ভুল প্রক্রিয়ার জন্যই এই উদ্যোগ।