রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে নিরাপত্তার দায়িত্বে এ বার কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রকে বৃহস্পতিবারই চিঠি দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার থেকেই রাজ্যের CEO দপ্তরে দ্বিতীয় ও তৃতীয় তলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, এ দপ্তরের যেকোনও উচ্চপদস্থ আধিকারিক কোথাও গাড়িতে মুভ করলে, তাঁদের সঙ্গে যাবেন কেন্দ্রীয় বাহিনীও।