রাজ্যপাল বোসের নামে আর্থিক প্রতারণার ছক! সতর্ক করে কী বার্তা রাজভবনের?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:   রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে তোলা হচ্ছে টাকা! অনলাইনে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ। আর তা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসল রাজভবন। সতর্ক করে দেওয়া হল সাধারণ মানুষকে। যাতে প্রতারকদের পাতা ফাঁদে কেউ যাতে পা না দেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। বুধবার সকালেই রাজভবনের তরফে এই বিষয়টা জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, রাজভবনের তরফে কোনও টাকা চাওয়া হয়নি। তবে এমন কোনও বার্তা পেলে সাধারণ মানুষ কী করবেন সে বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে।
রাজভবন সূত্রের খবর, এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। যেখানে নাকি রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রতিনিধি হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন প্রতারক! ফোন, ইমেল এবং সোশাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে অভিযোগ। রাজভবন থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথাও বলা হচ্ছে বলে দাবি। আর এই সংক্রান্ত অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে রাজভবন।