📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পশুরাজের ‘তাজ’-এর পাশাপাশি একটা সময় রয়্যাল বেঙ্গলের গৌরবও ছিল গুজরাটের মুকুটে। তাও প্রায় ৩ দশক হল সে গৌরব হারিয়েছে গুজরাট। তবে হারানো গৌরব ফিরে এল অপ্রত্যাশিত ভাবেই। প্রায় ৩২ বছর পর গুজরাটে আবার দেখা মিলল হারিয়ে যাওয়া রয়্যাল বেঙ্গলের। সম্প্রতি দাহুদ জেলার রতনমহল অভয়ারণ্যে বন বিভাগের ক্যামেরায় ধরা পড়ল প্রাপ্তবয়স্ক এক পুরুষ বাঘ।
রাজকীয় প্রত্যাবর্তন, তিন দশক পর গুজরাটের অরণ্যে রয়্যাল বেঙ্গল, কোথা থেকে এল ‘দক্ষিণরায়’?

