রবিবাসরীয় বাজারে সোনায় সোহাগা, স্বস্তি দিচ্ছে রুপোর দামও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:   রবিবাসরীয় বাজারদরে স্বস্তি। শনিবার দাম কমার পর রবিবার অপরিবর্তিত রইল সোনা রুপোর বাজার দর। ফলে বিয়ের মরশুমে স্বাভাবিক ভাবেই কিছুটা স্বস্তিতে ক্রেতারা।

রবিবার ১০ গ্রাম ২২ ক্যারেট গয়না সোনার অপরিবর্তিত বাজার দর রয়েছে ৬৭ হাজার ২৫০ টাকা। দাম বাড়েনি পাকা সোনার। এদিন ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ৭৩ হাজার ৩৬০ টাকা।

অপরিবর্তিত রয়েছে ১৮ ক্যারেটের দরও। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫৫ হাজার ২০ টাকা। স্বস্তি দিচ্ছে রুপোর বাজার দরও।