রবিবার সকালে আকাশের মুখভার, ঝেঁপে বৃষ্টি শহরতলিতে, ভিজতে পারে কলকাতাও

নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগেই পূর্বাভাস ছিল। রবিবার সকাল থেকেই আকাশের মুখভার। সকাল ৬টা নাগাদ আলো ফুটলেও, আচমকা অন্ধকার নেমে আসে। সপ্তাহান্তে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে।রবিবার সকালেই বৃষ্টি শুরু হয় হুগলি জেলার অনেক এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। বৃষ্টির পূর্বাভাস আছে পূর্ব মেদিনীপুর, কলকাতা ও দুই ২৪ পরগনাতেও। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।গত কয়েকদিন ধরে কলকাতার তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তীব্র দাবদাহ ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাস করছে মানুষ। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আছে হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রাই ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাবে।

error: Content is protected !!