📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার সকালে বাজার করলেন দিলীপ ঘোষ। দুর্গাপুরে এক মাছ বিক্রেতার সঙ্গে দর-দাম করতে দেখা গেল তাঁকে। গড় গড় করে বলে দিলেন সব কটি মাছের নাম। শুধু তাই নয় মাছ বিক্রেতাকে ধূমপান না করার পরামর্শও দিলেন।বাঙালির কাছে রবিবারের বাজার বিশেষ গুরুত্বপূর্ণ। মাছ, মাংস, ডিম, সবজি সবকিছুই এদিন বেশ সময় নিয়ে কেনেন অনেকেই। দুর্গাপুরের হেডকোয়ার্টার মোড়ের কাছে যে বাজার রয়েছে সকাল থেকেই শুরু হয়েছিল ক্রেতাদের আনাগোনা। প্রচারের আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকাই সেখানে ঢুঁ মারেন দিলীপ ঘোষ। বেশ কয়েকজন কর্মী ও নিরাপত্তারক্ষীও তাঁর সঙ্গে ছিলেন। তাঁর পরেই এক মাছ বিক্রেতার দিকে এগিয়ে যান দিলীপবাবু। জিজ্ঞেস করেন মাছের দাম। বাটা, লাইলেনটিকা, রুই মাছ দেখে দাম-দর শুরু করেন তিনি। সেই সময় বিক্রেতাকে বিড়ি খেতে দেখে ধূমপান নিয়ে সতর্কও করেন দিলীপবাবু। এরপরেই তিনি এক কিলো বাটা মাছ কিনে বাজার থেকে বেরিয়ে যান।