রবিবার পর্যন্ত বাংলার হাওয়া খারাপ, প্রবল বৃষ্টিতে দুর্যোগের সম্ভাবনা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গরম যেমন কমার লক্ষণ ছিল না, এবার তার জায়গা নেবে বৃষ্টি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক অংশে প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৫০ থেকে ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার বাংলার একাধিক জায়গায় প্রবল বাজ পড়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে পূর্ব বাংলাদেশে। সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়েও গিয়েছে, এর জেরে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরী হয়েছে রাজ্যের একাধিক জেলায়।