📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পারদ ছাড়িয়ে গিয়েছে ৪০ ডিগ্রির গণ্ডি। হাঁসফাঁস গরমে অবশেষে এল স্বস্তির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানাল, রবিবার থেকেই বৃষ্টি নামতে পারে। ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। বৃষ্টির ফলে তাপমাত্রাও আবার কিছুটা কমবে।
রবিবার থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। দু’-একটি জেলায় বৃষ্টি হতে পারে শনিবারও। কলকাতায় সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার থেকে বৃষ্টি? কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রাও! দহনজ্বালায় স্বস্তির পূর্বাভাস
