নিজস্ব সংবাদদাতা, Todays Story: কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জিতে চনমনে ইস্টবেঙ্গল। রবিবার তাঁদের মুখোমুখি প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। প্লে-অফে উঠতে গেলে এই ম্যাচেও জিততে হবে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে সুনীল ছেত্রীদের দলও প্লে-অফের লড়াইয়ে রয়েছে। রবিবারের ম্যাচ তাই ইস্টবেঙ্গলের কাছে ফাইনালের থেকে কোনও অংশে কম নয়।স্পেনীয় কোচকে ছাড়াই এসেছে জয়। কার্ড সমস্যা কাটিয়ে বেঙ্গালুরু ম্যাচে ডাগআউটে ফিরবেন কোচ কার্লেস কুয়াদ্রাত। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় সহজ হবে না। তবে কুয়াদ্রাত আত্মবিশ্বাস, সুনীল ছেত্রীদের হারানোর পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা।শনিবার সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত বলেছেন, “কম সময়ের মধ্যে আবার খেলতে হচ্ছে। প্রস্তুতির সময় খুব বেশি পাইনি। তবে ছেলেদের ধন্যবাদ দেব। অনুশীলনে প্রচুর পরিশ্রম করছে। ফাইনাল ছাড়া ভাবার কিছু নেই। আগের ম্যাচে জিতে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। ফুটবলাররা পরিকল্পনা ঠিক মতো কাজে লাগিয়েছে। রবিবারও সেটাই করতে হবে।”