📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রার (Rath Yatra in Digha) অনুষ্ঠানে অংশ নিতে নির্ধারিত সূচির কিছুটা আগেই দিঘায় পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee )। শুক্রবার রথযাত্রায় শোভাযাত্রায় অংশ নেন তিনি। তবে নির্ধারিত সময়ের আগেই শুক্রবার সন্ধ্যেয় কলকাতায় ফিরে এলেন তিনি। এদিন দিঘায় রথযাত্রার অনুষ্ঠান শেষে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, শনিবার তাঁর কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এক দিন আগে দিঘা থেকে তড়িঘড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন তিনি। মুখ্যমন্ত্রীর এই আচমকা সিদ্ধান্ত রাজনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে।