যুবভারতীতে দুরন্ত কামব্যাক! জামশেদপুরকে ২-০ গোলে হারিয়ে আইএসএল কাপ ফাইনালে মোহনবাগান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হোসে মোলিনার মোহনবাগান সুপার জায়েন্ট যেন একটাই লক্ষ্যে মাঠে নেমেছিল—জয়। আইএসএল সেমিফাইনালের প্রথম ভাগে জামশেদপুর এফসির কাছে ১-২ গোলে পরাজিত হয়েছিল সবুজ-মেরুন শিবির। তাই চাপ কিছুটা ছিলই। ঘরের মাঠে অন্তত এক গোলের ব্যবধানে জিততেই হত তাদের। বেশি ব্যবধানে জিতলে সরাসরি ফাইনাল, নয়তো টাইব্রেকার। সেই সমীকরণে ভর করেই আজ শুরু থেকে আক্রমণাত্মক রূপে দেখা যায় জেমি ম্যাকলারেনদের দলকে। ফল, ২-০ গোলে জয় মোহনবাগানের ও আইএসএল ফাইনালে সরাসরি এন্ট্রি।

প্রথম থেকেই আক্রমণ শানাতে থাকে মোহনবাগান। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় অনেকটা। ১৬ মিনিটে সুযোগ পান জেসন কামিংস। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া শট বারের অনেকটা উপরে দিয়ে চলে যায়। পরের মিনিটেও আরেকটি সুযোগ পান তিনি, তবে সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় মোহনবাগান।

error: Content is protected !!