📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ বাস্তবেই ভাল ! কিন্তু শ্মশানের শান্তি ভালো নয়। অসম্মানের শান্তিও ভালো নয় ! বিশেষ করে ভারতের মতো পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্রের জন্য তো নয়ই ! ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে দুই দেশ যুদ্ধ বিরতি ঘোষণায় পর সবচেয়ে সৌভাগ্যের সুফল পেয়েছিল পাকিস্তান। কিন্তু এই সুযোগ ওরা হেলায় হারাল ! বিস্ময়কর উদাহরণ তৈরি করল দুর্বলের দৌরাত্ম্যের ! তাই মাত্র তিন ঘণ্টা যুদ্ধ বিরতির পর বিনা প্ররোচনায় চুক্তি ভেঙে গতকাল রাত দশটা পর্যন্ত ভারতের একাধিক জায়গায় বোম্বিং করার চেষ্টা করল।দেখে হামাসের কথা মনে পড়ছিল ! মনে পড়ে পশ্চিমবঙ্গে অসম্ভব দুর্বল ‘দুধেল গাই’দের অদ্ভুত শক্তি প্রদর্শনের অপচেষ্টার করে বার বার দেগে যাওয়ার কথা । হ্যাঁ — একটু তলিয়ে দেখলে আমরা বিস্ময়কর মিল খুঁজে পাবো ! ইসলাম তো নিজেদের সাড়ে সর্বনাশ করে পিপীলিকার ডানা গজানোর শিক্ষা দেয় নি ! দেশের দরিদ্র আম জনগণের উপর যুদ্ধের বোঝা চাপিয়ে গাজার জনগণের মতো ওদের সর্বস্বান্ত না করা পর্যন্ত যেন বিরাম নেই পাকিস্তানের আত্মঘাতী সরকার তথা সেনাবাহিনীর !
তবে ভারতকে মনে রাখতে হবে — চিন তো নয়ই, এমনকী, আমেরিকাও ভারতের বিশ্বস্ত মিত্র হওয়ার উপযুক্ত নয় ! বিশেষ করে মিত্র ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ডোনান্ড ট্রাম্পের সাম্প্রতিক নিদারুণ অসম্মানজনক ও বিশ্বাসঘাতকতাপূর্ণ ব্যবহার যেন ভুলে না যাই ! ওরা বেনিয়ার জাত ! অস্ত্র বেচা ওদের মূল আয় ! যুদ্ধ না হলে বাজার যে মন্দা যাবে ! ওরা ভারত,পাকিস্তান বা শান্তি — কারও বন্ধু নয় ! ওরা কেবল স্বার্থের বন্ধু ! পাকিস্তান শান্তি চুক্তি লঙ্ঘন করে ভারতের কোর্টে বল ঠেলে দিয়েছে ! মনে হয় এর পিছনেও আন্তর্জাতিক বড় চক্রান্ত আছে ! হ্যাঁ — ভারতকে অসম্মানিত করে আরও বড় যুদ্ধে প্ররোচিত করার ! লক্ষ্যণীয় যে,এই প্রচেষ্টায় শুধু মোদি নয় ! এই চুক্তি লঙ্ঘনে ডোনাল্ড ট্রাম্পও অসম্মানিত হয়েছে ! এক্ষেত্রে তারাও তো পাকিস্তানের উপর আর্থিক,কূটনৈতিক,সামরিক পদক্ষেপ নিতে পারে ! কিন্তু নেবে বলে মনে হয় না ! সুতরাং ‘বল বল নিজের বল’ — এই নীতি নিয়ে ভারতকে শুধু সামরিক নয় ,সব ধরনের যুদ্ধে জয়লাভ করতে হবে । সেই ক্ষমতা ভারতের আছে । শুধু চাই গোটা দেশবাসীর ঐক্যবদ্ধতা। সুনির্দিষ্ট লক্ষ্য। বলিষ্ঠ রণনীতি ও কৌশল ! আমার কাছে সেই লক্ষ্য শুধু জঙ্গীদের মেরে ধ্বংস করা নয় । যতই হত্যা করা হোক না কেন,বাস্তবে জঙ্গী বা সন্ত্রাসীদের রক্তবীজ ভয়ঙ্কর ! এরা সহজে যাওয়ার নয় !জঙ্গীরা যে পাকিস্তানের মতো জঙ্গী রাষ্ট্রও তৈরি করতে পারে ! জানি,ভারত গোটা পাকিস্তানকে ভারতের দখলে নিয়ে বিষাক্ত পয়জনকে শরীরে লালন করবে না । তবে ভারত পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের কবল থেকে কেড়ে নিয়ে ভূস্বর্গকে সম্পূর্ণতা দিতে পারে । আমার সাধারণ ভারতবাসীরা যে এই স্বপ্ন দেখতেই পারি !
যুদ্ধ বিরতিতে বিরতিআমরা কি চাই ? – কাজি মাসুম আখতার
