যুদ্ধের জ্বালা মেটার আগেই গলা শুকাল পাকিস্তানের, জল চেয়ে ভারতকে কাতর আর্জি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভারতীয় সেনার থেকে আগুনের গোলার মতো জবাব পেয়ে ভিতরে ভিতরে গরমে জ্বললেও বাইরের প্রকৃতির বহ্নিজ্বালায় দগ্ধ হচ্ছে পাকিস্তান। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার পরেই সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তে নির্জলা দশা পাক চাষাবাদের। গ্রীষ্মের সেই দহনজ্বালা থেকে মুক্তি পেতে অবশেষে ভারতের কাছে সিন্ধু জলচুক্তি অনুযায়ী সাহায্য প্রার্থনা করল ইসলামাবাদের সরকার।

পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুর্তাজা ভারতের জলশক্তি মন্ত্রককে একটি চিঠিতে আবেদন জানিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। ভারতের কাছে আর্জিতে পাকিস্তান বলেছে, সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। পাকিস্তান সমস্যা মেটাতে আলোচনায় আগ্রহী বলেও জানিয়েছেন পাক জলসম্পদ মন্ত্রকের সচিব মুর্তাজা। প্রসঙ্গত, মঙ্গলবারও ভারতের বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দিয়েছিলেন, সংঘর্ষ বিরতি চলতে থাকলেও সিন্ধু জলচুক্তি বাতিল নিয়ে ভারত অনড় থাকছে।