📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠক করে রিপোর্ট জমা দিল রাজ্য ও বিশ্ববিদ্যালয়। হাইকোর্টে রাজ্যের বক্তব্য, সিসিটিভি-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো বাড়ানোর জন্য ইতিমধ্যে কিছু আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আরও বকেয়া দেওয়ার জন্য অনুমোদন দরকার। ডিভিশন বেঞ্চের বক্তব্য, মামলার সব পক্ষ ওই রিপোর্টের কপি খতিয়ে দেখে তাদের কোনও ব্যাপারে কোনও আপত্তি আছে কি না আগামী সপ্তাহে শুনানিতে তা জানাবে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রিপোর্ট হাইকোর্টে

