📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: যাদবপুর ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু, সিসি ফুটেজ পেল পুলিশ , ঘটনাস্থলে ময়নাতদন্তকারী চিকিৎসক ও ডিসি SSD । নজরে অনামিকা মণ্ডলের মোবাইল ফোন। গতকাল রাতে পরিবারের কাছ থেকে ফোন হেফাজতে নেয় পুলিশ। মোবাইলে লুকিয়ে কোনও তথ্য? খুঁজে বের করুক পুলিশ, দাবি পরিবারের। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে তলব পুলিশের । অনামিকার সহপাঠী ও ড্রামা ক্লাবের সদস্য ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব । কীভাবে পুকুরে পড়ে গেলেন অনামিকা, এখনও ধোঁয়াশা । অনামিকা কী একাই গেছিলেন? নাকি অন্য কেউ সঙ্গে ছিল? কেউ কি ফোন করে ছাত্রীকে ডেকেছিল? উত্তর খুঁজছে পুলিশ।
যাদবপুর ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু, সিসি ফুটেজ পেল পুলিশ , ঘটনাস্থলে ময়নাতদন্তকারী চিকিৎসক ও ডিসি SSD
