যাঁরা BJP-কে ভোট দেন, তাঁদেরও অনুরোধ করব, ওদের ভোট দেবেন না: মুখ্যমন্ত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:মুখ্যমন্ত্রীর তোপ,‘বাংলা জিতলে, দিল্লি কাড়ব। ওদের সরকার পড়ে যাবে। যাঁরা BJP-কে ভোট দেন, তাঁদেরও অনুরোধ করব, ওদের ভোট দেবেন না। ওঁরা সব কেড়ে নিচ্ছে। কেউ ভয় পাবেন না। আমরা পাশে আছি। ওরা টেলিভিশনে ভেসে থাকি। আমরা থাকি মাটিতে। আদমসুমারি না করে আগে SIR করছে। A টু Z পুরোটাই ব্লান্ডার।’