যশোর রোডে নয়া মেট্রো রুটের উদ্ধোধনে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির বক্তব্য

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:  পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর, ড. সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শ্রী শমীক ভট্টাচার্য এবং উপস্থিত ব্যক্তিত্বগণ আজ আবার আমি পশ্চিমবঙ্গের বিকাশের গতিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এখন আমি নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর চেপে এলাম। এই সুযোগে বহু মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। কলকাতার যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে বলে মানুষজন স্বভাবতই খুব খুশি। আজ এখানে ৬ লেন বিশিষ্ট কোনা এক্সপ্রেস ওয়ের শিলান্যাস হল। হাজার কোটি টাকার এই প্রকল্পের জন্য কলকাতা তথা পশ্চিমবঙ্গের মানুষকে অভিনন্দন। কলকাতা, ভারতের সমৃদ্ধির পরিচয় বহন করে। আজ যখন ভারত বিশ্বের সবথেকে বড় অর্থনীতি হওয়ার দৌড়ে এগোচ্ছে তখন দমদম কলকাতার মত শহরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই উদ্বোধন শুধু একটি ঘটনা নয়। এই উদ্বোধন এটাই প্রমাণ করে আজকের ভারত কিভাবে তার শহরগুলির উন্নয়নের পরিকল্পনা করছে। আজকের ভারতে গ্রীন মোবিলিটির দিকে যাওয়ার চেষ্টা করছে। ইলেক্ট্রিক চার্জিং পয়েন্টের, ইলেক্ট্রিক বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। শহরের বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে, মেট্রোর সুবিধা বাড়ছে, মেট্রো সম্প্রসারিত হচ্ছে। আজ এটা শুনলে যে কেউ গর্বিত হবে যে বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক ভারতের। ২০১৪ এর আগে দেশে কেবল ২৫০ কিমি মেট্রো রুট ছিল।। আজ দেশের মেট্রো রুট ১০০০ কিমির বেশি। কলকাতায় মেট্রোর নতুন রুট হচ্ছে। আজও কলকাতার মেট্রোয় ১৪ কিমি নতুন রুট জুড়ছে। ৭ টি নতুন স্টেশন জুড়ছে। এর ফলে মানুষের জীবন যাপন সহজ হবে। আজ দেশে রেল থেকে রোড, মেট্রো থেকে বিমান আধুনিক যোগাযোগ পরিষেবা গড়ে উঠছে। আর সেগুলিকে যুক্তও করা হচ্ছে। একটি শহর থেকে অন্য শহরের পাশাপাশি নিজের শহরেই যাতে সহজে মানুষ যাওয়া আসা করতে পারেন তার চেষ্টা করা হচ্ছে। তার এক ঝলক কলকাতার মাল্টি মডেল কানেকটিভিটির মধ্যেও দেখা যাচ্ছে। যেমন হাওড়া এবং শিয়ালদা এর মত দেশের ব্যস্ততম স্টেশন মেট্রো দিয়ে যুক্ত হয়ে গেল। আগে এই দুই স্টেশনের মধ্যে এক স্টেশন থেকে আর এক এক স্টেশন যেতে প্রায় দেড় ঘণ্টা লাগত এখন সেই সময়টা কয়েক মিনিটেই হয়ে যাবে। আজ থেকে কলকাতা এয়ারপোর্টও মেট্রোর সঙ্গে যুক্ত হয়ে গেল। ফলে রাজ্যের দূরের অঞ্চলগুলিও সহজেই যুক্ত হতে পারবে। বন্ধুগণ ভারত সরকার পশ্চিমবঙ্গের উন্নতির জন্য যথাসম্ভব চেষ্টা করছে। আজ পশ্চিমবঙ্গ দেশের সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে যেখানে রেল ১০০% বৈদ্যুতিক হয়ে গেছে। বহুদিন ধরে পুরুলিয়া হাওড়া মেমু ট্রেনের দাবি ছিল।।সেই দাবিও পুরো হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ৯ টি বন্দে ভারত এবং ২ টি অমৃত ভারত ট্রেন চলছে। বিগত ১১ বছর এখানে হাইওয়ে প্রজেক্ট হয়েছে, আরও বহু কাজ চলছে। কোনা এক্সপ্রেসওয়ে কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুতগামী হবে।