📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘কেউ ভুল করলে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’ শনিবার এমনই দাবি করলেন গায়ক জ়ুবিন গর্গের স্ত্রী শইকিয়া। গায়ককে ন্যায়বিচার দেওয়ার দাবিও তোলেন তিনি। বলেন, ‘ন্যায়বিচারের জন্য যা যা করা দরকার সব করতে হবে।’
‘যদি কেউ ভুল করে থাকে…’, জ়ুবিনের মৃত্যু নিয়ে ফের সরব শইকিয়া
