মোহনবাগানের মহিলা ফুটবল দল নিয়ে আশার বাণী শোনালেন সৃঞ্জয়-শিলটন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত দেড় মাস ধরে ময়দানের সবথেকে আলোচ্য বিষয় ছিল মোহনবাগান ক্লাবের নির্বাচন (Mohunbagan Election)। একসময়কার দুই পরম মিত্র সৃঞ্জয় বসু (Srinjoy Basu) ও দেবাশিস দত্ত (Debashis Dutta) কোমর বেঁধে নেমে পড়েছিলেন নির্বাচন লড়তে। দুই পক্ষই নির্বাচনী সভা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছিলেন। তাঁদের এই বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন সবুজ-মেরুন শিবিরের প্রাক্তন ফুটবলাররাও। এই বিতর্ক মোটেও গঙ্গা পাড়ের এই ক্লাবের ঐতিহ্যের সঙ্গে খাপ খাচ্ছিল না। সমর্থকরাও মেনে নিতে পারছিলেন না এই দ্বন্দ্ব।

পরিস্থিতি সামাল দিতে শেষপর্যন্ত মাঠে নামেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই আবহ কাটাতে দৌত্যে পাঠান ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে। তাঁদের হস্তক্ষেপে মেটে সমস্যা। দুই পক্ষই রাজি হয় সমঝোতায় আসতে।