📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সস্ত্রীক দিলীপ ঘোষের দিঘার জগন্নাথ মন্দির দর্শন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ- যা নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি! বৃহস্পতিবার থেকে এই বিতর্কে একাধিকবার মুখ খুলেছেন দিলীপ। দিলীপ বললেন, ” মোদীজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়।” আর কেন তিনি এ কথা বললেন, তাঁর ব্যাখ্যাও দিলেন।
তিনি বলেন, “রামমন্দির উদ্বোধন হল, সেটা সরকার করেনি। ট্রাস্ট আছে। সেখানে সাড়ে সাতশোর বেশি ভিআইপি ছিলেন। প্রধান বিচারপতি চন্দ্রচূড় সামনে বসে ছিলেন। যাঁরা বসে ছিলেন, তাঁরা বহু ধর্মের লোক, বহু রুচির লোক, রামমন্দির দেখতে গিয়েছিলেন। কেন সোনিয়া গান্ধী যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় যাননি, আমরা গালাগালি দিয়েছি।” তাঁর বক্তব্য, কোনওভাবেই ‘ডবল স্ট্যান্ডার্ড রাখা যায় না’। সে প্রসঙ্গেই দিলীপ বলেন, “মোদীজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। রাম রাম, জগন্নাথ জগন্নাথ, বিশ্বনাথ বিশ্বনাথ! আমি তাঁর কাছে যাব। কে মন্দির উদ্বোধন করেছে, চার দিন পর লোকে ভুলে যাবে!”
‘মোদী করলে মন্দির, মমতা করলে নয়, এ বিচার আমার নয়’, বড় কথা দিলীপের
