📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক জীবন নিয়ে চর্চা ক্রমশ বাড়ছে। প্রশ্ন উঠছে, তাঁকে দলীয় কর্মী বা শীর্ষ নেতারা ব্রাত্য করে দিয়েছেন কিনা। কারণ গত বৃহস্পতিবার রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এলেও তাঁর সভায় ডাক পাননি দিলীপ। সেই নিয়ে আলোচনা এখনও হচ্ছে। তারই মধ্যে আরও এক ঘটনা। রবিবার নেতাজি ইনডোরে রয়েছে অমিত শাহর (Amit Shah) সভা। দিলীপকে ডাকা হয়নি সেই সভাতেও।
মোদীর সভায় আমন্ত্রণ না পাওয়ার বিষয় নিয়ে দিলীপের বক্তব্য ছিল, যারা পদাধিকারী আছেন তাদের প্রোটোকল থাকে, তাদের থাকতে হয়। তিনি কোনও পদাধিকারী নন তাই তাঁকে ডাকা হয়নি। পাশাপাশি দিলীপ অবশ্য এও জানিয়েছিলেন, কলকাতায় প্রধানমন্ত্রী এলে তিনি থাকবেন। তবে দেখা গেল, মাত্র দুদিনের মধ্যেই ঠিক উল্টো ঘটনা ঘটল। রবিবার কলকাতায় অমিত শাহ সভা করবেন, অথচ সেখানে থাকবেন না দিলীপ। কারণ তাঁকে আমন্ত্রণ জানান হয়নি।